ঢাকা | সেপ্টেম্বর ২৬, ২০২৫ - ২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম

সোনামসিজদ বন্দরে বিশেষ কায়দায় লুকানো ৪২ ভারতীয় মোবাইল উদ্ধার

  • আপডেট: Thursday, September 25, 2025 - 11:40 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের সোনামসিজদ স্থলবন্দরে পণ্য আমদানির আড়ালে ভারত থেকে চোরাচালান হয়ে আসা মোবাইল ফোন উদ্ধার করেছে কাস্টমস।

গত বুধবার বিকালে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথরের আড়ালে আসা মোবাইল ফোনের একটি চালান জব্দ করে কাস্টমস। ওই চালানে আইফোনসহ বিভিন্ন দামি ব্র্যান্ডের ৪২টি মোবাইল ফোন ছিল। সোনামসজিদ স্থলবন্দর কাষ্টমসের সহকারী কমিশনার সাব্বির আহমেদ জিসান সোনালী সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাব্বির আহমেদ জিসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় ট্রাকে অভিযান পরিচালনা করা হয়। এসময় পাথর বোঝাই ট্রাকের ইঞ্জিনের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।