ঢাকা | সেপ্টেম্বর ২৬, ২০২৫ - ২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলে চ্যাম্পিয়ন রংপুর জেলা

  • আপডেট: Thursday, September 25, 2025 - 10:45 pm

স্পোর্টস ডেস্ক: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় সফররত রংপুর ও ঠাকুরগাঁও জেলা নারী ফুটবল দল ১-১ গোলে ড্র করে। ঠাঁকুরগাও জেলার পক্ষে খেলার ৩০ মিনিটের মাথায় রুনা আকতার ১টি গোল করে ও রংপুর জেলার পক্ষে অন্যন্যা ৪১ মিনিটের মাথায় গোল পরিশোধ করায় খেলা অমিমাংশিতভাবে শেষ হলে খেলা গড়াই ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে রংপুর ৩-২ গোলে ঠাকুরগাঁও জেলা নারী ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

ঠাকুরগাঁও রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন রেফারী মাহফুজা রাহাত। সহযোগিতায় ছিলেন শাহিন, তাসফিয়া আকতার, মাথিংনু মারম ও সোনিয়া। ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেন সরকার সবির আহমেদ। খেলা শেষে রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) যোবায়ের হোসেন।

এসময় বাফুফে উইমেং কমিটির সদস্য মানস বোস বাবুরাম, নজরুল ইসলাম, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান রতন ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ আলম বাবুসহ বিভিন্ন জেলা থেকে আসা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।