ঢাকা | সেপ্টেম্বর ২৬, ২০২৫ - ৫:৪৮ পূর্বাহ্ন

নওহাটা আঞ্জুমানে তাওহীদ মাদ্রাসার সভাপতি মশিউর

  • আপডেট: Thursday, September 25, 2025 - 11:06 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলার নওহাটা আঞ্জুমানে তাওহীদ দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন মশিউর রহমান।

বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মোতাহার হোসেন ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুই প্রার্থী।

এতে মশিউর রহমান ৬ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রার্থী মো. শরিফুর রহমান শরীফ পান ৪ ভোট। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১০ জন। এর মধ্যে পাঁচজন অভিভাবক সদস্য, তিনজন শিক্ষক প্রতিনিধি, একজন দাতা সদস্য ও একজন প্রতিষ্ঠাতা সদস্য ভোট প্রদান করেন।

ফলাফল ঘোষণার পর প্রিজাইডিং অফিসার মোতাহার হোসেন বলেন,“নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন হয়েছে। আমি মনে করি এ ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া ভবিষ্যতেও এই মাদ্রাসার পরিচালনা ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং সকলের অংশগ্রহণে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হবে।”

নির্বাচনকে ঘিরে মাদ্রাসা এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছিল। ভোটগ্রহণে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় থাকায় ভোটার ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।