ঢাকা | সেপ্টেম্বর ২৬, ২০২৫ - ২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম

দুর্গাপূজা উপলক্ষে পুলিশকে জামায়াতের সিসি ক্যামেরা প্রদান

  • আপডেট: Thursday, September 25, 2025 - 11:20 pm

স্টাফ রিপোর্টার: সনাতন ধর্মলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে কোন দুষ্কৃতিকারী মন্ডপ গুলোতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে পালিয়ে যেতে না পারে সে লক্ষে গতকাল বৃহস্পতিবার বোয়ালিয়া মডেল থানায় ওসি আবুল কালাম আজাদের হাতে ৩০টি সিসিটিভি ক্যামেরা তুলে দেন রাজশা্হী মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ।

এসময় রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রাজশাহীর ২ আসনের জামাত মনোনিত এমপি পদপ্রার্থী ডা. মো. জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, সনাতন ধর্মলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা উৎসব, এই উৎসবকে কেন্দ্র করে কোন দুষ্কৃতিকারী মন্ডপ গুলোতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে পালিয়ে যেতে না পারে সে লক্ষে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। এছাড়াও ভলেন্টিয়ার হিসেবে মন্ডপগুলোতে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা দায়িত্ব পালন করবে। এবং জামায়াতে ইসলামীর পক্ষ্য থেকে মন্ডপগুলোতে স্বাস্থ্য সেবা দিতে থাকবে ডাক্তার এবং ইমারজেন্সি হিসেবে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা।

সিসিটিভি প্রদান করার সময় উপস্থিত ছিলেন সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী রাজশাহী মহানগর ডাঃ ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর এ্যাড: আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর অধ্যক্ষ মোঃ শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর মোঃ জসিম উদ্দিন সরকার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।