ঢাকা | সেপ্টেম্বর ২৫, ২০২৫ - ৭:৩৫ অপরাহ্ন

রাবির স্থায়ীকরণকৃত কর্মচারীদের সাথে উপাচার্যের মতবিনিময়

  • আপডেট: Thursday, September 25, 2025 - 12:20 am

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি স্থায়ীকরণকৃত সহায়ক ও সাধারণ কর্মচারীদের সাথে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব মতবিনিময় করেছেন।

বুধবার সিনেট ভবনে অনুষ্ঠিত এই মতবিনিময়ে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ বক্তব্য রাখেন। কর্মচারীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় একটি বৃহৎ প্রতিষ্ঠান।

এটিকে সুষ্ঠুভাবে পরিচালনায় অন্যান্যদের মধ্যে সহায়ক ও সাধারণ কর্মচারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এই প্রতিষ্ঠানে দায়িত্ব পালনে কর্মচারীরা নিষ্ঠাবান ও দায়িত্বপরায়ন হবেন বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। অন্যান্যদের সাথে কর্মচারীরাও সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে রাবি প্রশাসন পরিচালনায় অবদানের অংশীদার হবেন বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অতিরিক্ত রেজিস্ট্রার ড. শেখ সা’দ আহমেদ মতবিনিময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।