ঢাকা | সেপ্টেম্বর ২৪, ২০২৫ - ৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম

পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি

  • আপডেট: Tuesday, September 23, 2025 - 9:50 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভয়াবহ পদ্মার নদী ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত স্থানীয় জনতা।

মঙ্গলবার দুপুরে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর ফিল্ড বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার সহস্রাধিক মানুষ মানববন্ধনে দাবি আদায়ের স্লোগান ও বিভিন্ন ধরনের ব্যানার হাতে নিয়ে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ভাঙনের তীব্রতায় উপজেলার দুর্লভপুর, পাঁকা, উজিরপুর ও মনাকষা ৪টি ইউনিয়নের চার শতাধিক বসতবাড়ি, প্রায় ১৫টি প্রাথমিক বিদ্যালয়, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি মাদ্রাসা, ৫০টি মসজিদ, ৫টি কবরস্থানসহ বিস্তীর্ণ ১৫ এলাকার ১৫ হাজার একর ফসলি জমি বর্তমানে নদীর গর্ভে বিলীন হয়েছে। বাকিটুকুও বিলীন হওয়ার পথে উল্লেখ করে তারা অবিলম্বে স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী উদ্যোগ নেয়া হয়নি। বক্তারা আরো বলেন, ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড কিছু জায়গায় বালির বস্তা ফেলেছে। তবে বালির বস্তা ফেলে কোন লাভ হয় না। স্থায়ীভাবে বাঁধ নির্মাণ না হলে নদী ভাঙন রোধ সম্ভব হবেনা। এই মুহূর্তে জরুরি ভিত্তিতে ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান বক্তারা। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি দেয়া হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন এম, মজিবুর রহমান, আব্দুর রাজ্জাক, মাহবুব আলম, আজমল হোসেন মাষ্টার, জালাল মাষ্টার, আফতাব উদ্দিন মাস্টার ও আব্দুল বারী মাস্টারসহ অন্যরা। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব চলতি মৌসুমে নদী ভাঙনের ভয়াবহতায় আশঙ্কার কথা জানিয়ে শিবগঞ্জের ৬ কিলোমিটারে দ্রুত বাঁধ নির্মাণের জন্য ৭৫১ কোটি টাকার প্রকল্প প্ল্যানিং কমিশনে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী বলেন, ইতিমধ্যে বিষয়টি একনেকে আলোচনা হয়েছে। শিগগির বাঁধ নির্মাণের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।