ঢাকা | সেপ্টেম্বর ২৪, ২০২৫ - ৪:২২ পূর্বাহ্ন

শিরোনাম

বাগমারায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের লক্ষে মতবিনিময় সভা

  • আপডেট: Tuesday, September 23, 2025 - 9:59 pm

বাগমারা প্রতিনিধি: ‘ধর্ম, দেশ, মত যার যার রাষ্ট্র আমাদের সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগমারায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের লক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বাগমারা উপজেলা কমিটির আয়োজনে মঙ্গলবার বিকালে বাগমারার উপজেলা সদর ভবানীগঞ্জস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এই আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাবু দেবাশীষ রায় মধু। অতিথি হিসেবে বক্তব্য দেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রধান শিক্ষক ডি.এম জিয়াউর রহমান জিয়া।

এসময় তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনে কেউ কোনো প্রকার বাধা দিলে কিম্বা বিশৃঙ্খলার চেষ্টা করলে এই উপজেলায় তার স্থান হবে না। তার স্থান হবে কারাগারে। কারণ হিন্দু-মুসলিম আমরা পরস্পর ভাই ভাই। এখানে যার যে ধর্ম সেই ধর্মের প্রতি আমরা সবাই সমানভাবে শ্রদ্ধাশীল হবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন যথাক্রমে- ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর কমিটির সভাপতি বাবু অচিন্ত কুমার বিশ্বাস, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক সুকুমার সরকার, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক বাবু অশোক কুমার সাহা, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা কমিটির সদস্য সচিব সেন্টু কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জেলা কমিটির সভাপতি উপেন্দ্রনাথ মন্ডল, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বাগমারা উপজেলা কমিটির সভাপতি শন্তুনাথ প্রামানিক, সাধারণ সম্পাদক নীরেন্দ্রনাথ প্রামানিক ও অধ্যাপক মনোরঞ্জন সরকার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বাগমারা উপজেলা কমিটির সভাপতি বিধারন চন্দ্র প্রামানিক ও সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক সুব্রত মন্ডল বিদ্যুত।