ঢাকা | সেপ্টেম্বর ২৪, ২০২৫ - ১২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম

নাচোলে কাজে আসছে না আড়াই কোটি টাকার দ্বিতল মার্কেট ভবন

  • আপডেট: Tuesday, September 23, 2025 - 10:51 pm

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি দ্বিতল মার্কেট ভবন প্রায় তিন বছর ধরে অচল হয়ে পড়ে আছে। সাধারণ জনগনের ব্যবহারের উদ্দেশ্যে এ মার্কেট ভবনটি নির্মাণ করা হলেও কোন কাজে ব্যবহার করতে পারছে না জনগণ।

উপজেলার কসবা ইউপির পেছনে ডেইলি বাজারের সন্নিকটে আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত মার্কেট ভবনটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে আছে। ফলে সরকারের বিপুল অর্থ ব্যয় হলেও সুফল থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। সরেজমিনে গিয়ে দেখা যায়, দ্বিতল মার্কেট ভনটির চারপাশ বর্তমানে ঝোঁপঝাড়ে পরিনত হয়েছে। ভবনটি উদ্বোধন না হলেও ভবনটিতে ফাটল দেখা দিয়েছে।

নাচোল উপজেলা (এলজিইডি) দপ্তর হতে জানাযায়, এলজিইডি দপ্তরের সিআর এম আই ডিপি প্রকল্পের আওতায় গোলাবাড়ি হাটে দ্বিতল মার্কেট ভবন নির্মাণ কাজ শুরু করা হয় গত ৫ জানুয়ারি ২০২০ সালে। ভবনটি নির্মাণের টেন্ডার পায় সিরাগঞ্জের বেলকুচির মেসার্স আলগীর জাহান। ভবনটি নির্মাণের ব্যয় ধরা হয় ২ কোটি ৬৩ লাখ ৫ হাজার ৩১৪ টাকা। ভবনটি তিন বছর আগেই নির্মাণ কাজ শেষ হয়।

কসবা ইউপির গোলাবাড়ি হাটের বাবু নামের এক ব্যক্তি জানান, এক সময় কসবা ইউপির পেছনে ডেইলি বাজার বসতো। প্রচুর জনসাধারণের জমায়েত হতো এখানে। ডেইলি বাজারটি আরো জনসাধারণ মুখী হওয়ার জন্য মার্কেটটি নির্মাণ করা হয় শুনেছি। কিন্তু নির্মাণের প্রায় তিন বছর পার হলেও মার্কেট ভবনটি চালু হয়নি। অযত্নে অবহেলায় মার্কেট ভবনটি এখন জঙ্গলে পরিণত হয়েছে। ভবন নির্মাণের নামে অর্থ লুটপাট করতেই এমন ভবন নির্মাণ করা হয়েছে।

এ বিষয়ে কসবা ইউপির বর্তমান চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব বলেন, বর্তমানে মার্কেট ভবনটি কোন কাজে আসছে না। পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এটি লুটপাট করতেই ভবনটি নির্মাণ করা হয়। এ বিষয়ে নাচোল উপজেলা প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, ভবনটির নির্মাণ কাজ শেষে চলতি বছরের গত মার্চ মাসে ডিসি অফিসকে বুঝিয়ে দেয়া হয়। এখন ডিসি অফিস মার্কেট ভবনটির বিষয়ে সিদ্বান্ত নিবেন।