কেশরহাট পৌরসভায় হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ শুরু

মোহনপুর প্রতিনিধি: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি) এর আওতায় হাঁস-মুরগি পালন বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি কেশরহাট পৌরসভা কার্যালয়ে শুরু হয়েছে। ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।
মঙ্গলবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং কেশরহাট পৌরসভার প্রশাসক জনাব জোবায়দা সুলতানা। প্রশিক্ষণটি বাস্তবায়ন করছে কেশরহাট পৌরসভা, মোহনপুর, রাজশাহী এবং সহযোগিতা করছে গভর্নেন্স ইমপ্রুভমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি ডেভলপমেন্ট (জিআইসিডি) কনসালটেন্সি সার্ভিসেস, আইইউজিআইপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার সাগর আহমেদ, কেশরহাট পৌরসভার সাবেক মেয়র ও কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, কেশরহাট পৌরসভার সহকারি প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) সরদার জাহাঙ্গীর আলম, পৌর প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মজিবর রহমান, কেশরহাট পৌরসভার হিসাব রক্ষক উজ্জ্বল শেখসহ আরও অনেকে।