আন্তর্জাতিক শান্তি দিবসে বাঘায় মানববন্ধন ও আলোচনা সভা

বাঘা প্রতিনিধি: আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৫ উপলক্ষে রাজশাহীর বাঘায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার এ মানববন্ধন ও আলোচনা সভা যৌথভাবে আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)। সকাল ১১টায় বাঘা পৌরসভার সামনে বাঘা-লালপুর মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে বাঘা পৌর সভার সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজশাহী ও নওগা আঞ্চলিক সমন্বয়কারী রোকনুজ্জামান, অ্যাম্বাসেডর সুরুজ্জামান সুরুজ, বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চাঁদ, বাঘা উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, বাঘা প্রেসক্লাব আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, এনজিও প্রতিনিধি আবু বাক্কার, বিএনপির নেতা বাবুল ইসলাম, আমিরুল ইসলাম,মাসুদ করিম, ফারহানা দিল আফরোজ রুমি, সেলিনা আক্তার শাপলা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা বাঘা শাখার সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা, জাতীয় পার্টির বাঘা পৌর শাখার সাধারণ সম্পাদক সুলতান আলী, ইমাম সাখাওয়াত হোসেন পলাশ, দি হাঙ্গার প্রজেক্টের বাঘা উপজেলা সমন্বয়কারী উত্তম কুমার।
বক্তারা বলেন, শান্তি শুধু সংঘাতের অনুপস্থিতি নয়; এটি প্রতিষ্ঠিত হয় ন্যায়বিচার, সমতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে। তরুণ প্রজন্মই সমাজে শান্তির সংস্কৃতি গড়ে তুলতে পারে। এজন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সংঘাতের পরিবর্তে সংলাপ ও সহযোগিতার পথে এগিয়ে আসতে হবে। পরে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ণচঅএ) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।