ঢাকা | সেপ্টেম্বর ২৩, ২০২৫ - ৫:৩৯ পূর্বাহ্ন

শিবগঞ্জে জলবায়ু সহিষ্ণু গাভীর সেড উদ্বোধন

  • আপডেট: Monday, September 22, 2025 - 9:15 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালুপুরে জলবায়ু সহিষ্ণু গাভীর সেড উদ্বোধন ও হস্তান্তর করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে সুবিধাভোগী কালুপুর গ্রামের খামারী আশরাফুল আলম রশিদের বাসভবন প্রাঙ্গণে এই সেডের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। এ সময় তিনি বলেন, মাংস ও দুধ উৎপাদনের লক্ষ্যে দশটি গাভী পালনের জন্য একটি সেড নির্মাণ করে দেয়া হয়। অন্য খামারীরা গাভী পালনে উদ্বুদ্ধ হবে।

পাশাপাশি বেকারমুক্ত হবে সমাজ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, ভেটেরিনারি সার্জন ডা. আবু ফেরদৌস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান প্রমুখ।