ঢাকা | সেপ্টেম্বর ২৩, ২০২৫ - ৫:৩৯ পূর্বাহ্ন

মোহনপুরে কৃষি কার্যক্রম পরিদর্শন করলেন পার্টনার প্রকল্পের উপপরিচালক

  • আপডেট: Monday, September 22, 2025 - 9:52 pm

মোহনপুর প্রতিনিধি: পার্টনার প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ডা. তৌফিক আরেফীন মোহনপুর উপজেলার বিভিন্ন কৃষি কার্যক্রম পরিদর্শন করেছেন।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন কৃষি কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি চান্দোপাড়া পার্টনার ফার্মার সার্ভিস সেন্টারের কৃষক গ্রুপের সাথে মতবিনিময় করেন।

এছাড়া কমিউনিটি বীজ উৎপাদন ব্রি ধান-১০৩ প্রদর্শনীর ফিল্ড টেকনোলজি অরিয়েন্টশন, বস্তায় আদা চাষ, মাচায় সবজি চাষ, গ্রীষ্মকালীন পেয়াজ বীজতলা, তেজপাতা প্রদর্শনী, কেশরহাটের ড্রাগন বাগান, শিবপুর পার্টনার ফিল্ড স্কুল (পুষ্টি) এবং হাটতৈড় রোপা আমন পার্টনার ফিল্ড স্কুলও তিনি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিনসহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।