বাগমারায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী টুটুলের উঠান বৈঠক
বাগমারা প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম টুটুল দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সোমবার সারাদিনব্যাপী উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সন্ধ্যায় দেউলিয়া গ্রামের মধ্যপাড়ায় উঠান বৈঠকে তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন।
উঠান বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য দেন- ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মালেক মানিক, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম সিদ্দিক, সাবেক যুগ্ম আহ্বায়ক আলাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান টিপু, যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাসুদুর রহমান, সদস্য সচিব আব্দুল হান্নান, ভবানীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডিএম শাহীন, যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন আলম, ভবানীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহব্বত হোসেন, সদস্য সচিব উজ্জল রহমান ও যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন প্রমুখ।











