ঢাকা | সেপ্টেম্বর ২৩, ২০২৫ - ৩:৫৮ পূর্বাহ্ন

পবায় দাদপুর মাদ্রাসা কমিটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে সমাবেশ

  • আপডেট: Monday, September 22, 2025 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলার দাদপুর দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির নির্বাচন হঠাৎ স্থগিত হওয়ায় সমাবেশ করেছেন প্রার্থী ও স্থানীয় অভিভাবকরা।

সোমবার দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুর রহমান। এতে বক্তব্য দেন অভিভাবক সদস্যপ্রার্থী জাহাঙ্গীর আলম, হুমায়ুন আহমেদ ও ওমর আলী। বক্তারা বলেন, নিয়ম মাফিক গত ১ সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

এরপর ১০ সেপ্টেম্বর যাচাই-বাছাই, ১১ সেপ্টেম্বর প্রার্থী প্রত্যাহারের দিন ধার্য ছিল। সবকিছু শেষ করে গতকাল সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচন ঘিরে তারা দিনরাত পরিশ্রম করেছেন, এলাকার ভোটারদের সঙ্গে যোগাযোগ করেছেন, প্রচারণা চালিয়েছেন।

অথচ ভোটের মাত্র একদিন আগে এসে হঠাৎ নির্বাচন স্থগিত করে দেয়ায় তারা দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন। নির্বাচন স্থগিত করে অভিভাবক ও প্রার্থীদের সঙ্গে অন্যায় করা হয়েছে। এতে করে এলাকার শিক্ষার্থী-শিক্ষক ও সাধারণ মানুষও হতাশ হয়েছেন। বক্তারা নির্বাচন দ্রুত আয়োজনের দাবি জানান।

এ বিষয়ে পবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন জানান, এলাকাবাসীর লিখিত অভিযোগের প্রেক্ষিতেই নির্বাচন স্থগিত করা হয়েছে। তিনি বলেন, “ভোটার তালিকায় গুরুতর ব্যত্যয় ধরা পড়েছে। কোনো অভিভাবকের একাধিক সন্তান ওই মাদ্রাসায় অধ্যয়নরত থাকলেও তার একটি ভোট দেয়ার কথা।

কিন্তু তালিকায় তাঁদের একাধিক ভোটার বানানো হয়েছে। এতে নির্বাচনে অনিয়মের সুযোগ তৈরি হতো।” তিনি আরও জানান, এসব ত্রুটি সংশোধন করে সঠিক ভোটার তালিকা তৈরি করা হলে আবারও নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।