ঢাকা | সেপ্টেম্বর ২৩, ২০২৫ - ১২:৪০ পূর্বাহ্ন

দুর্গাপুরে মাদকবিরোধী অভিযান ৩ জনের কারাদণ্ড, থানায় মামলা

  • আপডেট: Monday, September 22, 2025 - 10:38 pm

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৩ জন মাদক সেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার বিকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার জয়নগর ইউনিয়নের আনুলিয়া গ্রামের রুবেল হোসেন (২৭) দেলুয়াবাড়ি ইউনিয়নের বাজুখলসি গ্রামের নবাব সরকার (৩৬) ও চৌবাড়িয়া গ্রামের জানে আলম ওরফে জনি (৩৬)।

এদের মধ্যে রুবেলকে ৬ মাস ও নবাব এবং জনিকে ৩ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও মাদক ব্যবসায়ী লাল মোহাম্মাদ (৫৫) বাড়ি থেকে ২৪ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়েছে। তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে পলাতক এক মাদকব্যবসায়ীর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়াও ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।