ঢাকা | সেপ্টেম্বর ২৩, ২০২৫ - ৪:০০ পূর্বাহ্ন

৫ আগস্ট হামলার ঘটনায় মামলা: লিটন, ডাবলু ও ফারুকসহ আসামি ৭০০

  • আপডেট: Monday, September 22, 2025 - 10:24 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে ২০২৪ সালের ৫ আগস্ট গুলি, নির্যাতন ও মারধরের ঘটনায় নতুন করে আরও একটি মামলা হয়েছে। গত শনিবার ২০ সেপ্টেম্বর নগরীর বোয়ালিয়া মডেল থানায় এ মামলা দায়ের করেন কৌশিক ইসলাম অপূর্ব।

কৌশিকের দাবি, গত বছরের ৫ আগস্ট দুপুরে নগরীর আলুপট্টি এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ কর্মীদের দ্বারা নির্মমভাবে মারধরের শিকার হন। এতে তার মুখের চোয়াল ভেঙে যায়। ডান পায়ে গুলি করা হয়। তিনি বলেন, ৫ আগস্টের ঘটনার পর আমি দীর্ঘদিন শারীরিক ও মানসিকভাবে কষ্টে ছিলাম।

আমার এখনও চিকিৎসা চলছে, তাই তখন মামলা করার মতো অবস্থায় ছিলাম না। পরে শারীরিকভাবে কিছুটা স্বাভাবিক হলে এবং প্রমাণ সংগ্রহ করতে সক্ষম হই, তখন আমি মামলা করার সিদ্ধান্ত নিই। হ্যাঁ, মামলা করতে দেরি হয়েছে, তবে অন্যায়কারীরা যেন শাস্তি পায় এই বিশ্বাস থেকেই আমি মামলা করেছি।

মামলায় রাজশাহীর সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর যুবলীগ সভাপতি তৌরিদ আল মাসুদ রনি, রাজশাহী-১ আসনের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা ও রুয়েটের সহকারী জনসংযোগ কর্মকর্তা মাহমুদুর রহমান দীপন, শুটার জহিরুল হক রুবেল, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, নুর মোহাম্মদ সিয়াম, রাসিক দত্ত, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, অর্থ ও অস্ত্রের যোগানদাতা হিসেবে মেস মালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমান, কাঁকনহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল মজিদ, গোদাগাড়ীর ৬ নং মাটিকাটা ইউনিয়ন চেয়ারম্যান সোহেল রানা, রাসিক কর্মচারী ইউনিয়ন সভাপতি আজমিন আহমেদ মামুন, রেলওয়ের ডিভিশনাল ইঞ্জিনিয়ার নাজিব কোরাইশ, আওয়ামী লীগ নেতা আসলাম সরকার ও মীর ইশতিয়াক আহমেদ, সাবেক মেয়র লিটনের ডোনার ও অস্ত্রের যোগানদাতা সোহেল রানা ডন, মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি মোহাম্মদ ফরহাদ মজুমদার, জয় বাংলা পরিষদের সভাপতি ইমাম হাসান ও সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ, ১২ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি রনি খান, রাকাব কর্মচারী সংসদের সভাপতি হাসিবুল ইসলাম, মহানগর মহিলা লীগের সহ-সভাপতি জান্নাতুন ঝিলিক, পশ্চিমাঞ্চল রেলওয়ের সিসিআরএনবির প্রধান সহকারী ইকবাল হোসেন, রাসিকের উপ-সহকারী প্রকৌশলী ফররুখ আহমেদ শিশির ও কামাল পারভেজ, রাসিকের নির্বাহী প্রকৌশলী এবিএম আসাদুজ্জামান সুইট, রাসিকের নাজমা ইসলাম, রাসিকের হিসাব রক্ষণ কর্মকর্তা অমিত রাণী শান্তা, আরডিএ কর্মচারী লীগের সভাপতি আশরাফুল ইসলাম সাহেব ও সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, রাসিকের অফিস সহকারী তামান্না ইয়াসমীন এবং কম্পিউটার অপারেটর রতন আলীসহ মোট ১৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০/৭০০ জনকে আসামি করা হয়েছে। অনেকে বর্তমানে পলাতক থাকলেও কেউ কেউ প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছায়ায় প্রকাশ্যে চলাফেরা করছেন।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মামলাটি প্রয়োজনীয় প্রমাণের ভিত্তিতে সময় নিয়ে করা হয়েছে। কিছু আসামি কারাগারে ও কিছু পলাতক রয়েছেন। বাকি যাদের নাম আছে, তাদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম সিদ্দিকিকে মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।