এনজিও ব্যুরোর মহাপরিচালকের এসিডি অফিস পরিদর্শন

স্টাফ রিপোর্টার: এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক দাউদ মিয়া বলেছেন, “সরকারের উনয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বেসরকারি সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারি কার্যক্রমের পাশাপাশি এনজিওগুলোর উন্নয়নমূলক উদ্যোগ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।”
সোমবার বিকালে আ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট-এসিডি অফিস পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় এসিডি’র নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে সংস্থাটির বিভিন্ন কার্যক্রম নিয়ে একটি তথ্যসমৃদ্ধ সচিত্র প্রতিবেদন পাওয়ার পয়েন্টে উপস্থাপনার মাধ্যমে প্রদর্শন করা হয়।
প্রতিবেদনে এসিডি’র দীর্ঘদিনের উন্নয়নমূলক কর্মকাণ্ড নারী ও শিশু সুরক্ষা কার্যক্রম, স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু পরিবর্তন অভিযোজনে করণীয়সহ সামাজিক উন্নয়নে অবদান তুলে ধরা হয়।
পরে মহাপরিচালক এসিডি পরিচালিত শেল্টার হোম পরিদর্শন করেন এবং সেখানে অবস্থানরত শিশুদের সঙ্গে কথা বলেন।
তিনি তাদের আশ্বস্ত করেন যে সরকার এবং এনজিও উভয়ের যৌথ প্রচেষ্টায় তাদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। পরিদর্শনকালে এসিডি’র সিনিয়র ম্যানেজমেন্ট পর্ষদের সদস্য ও অন্যান্য পরিচালিত প্রকল্পের কর্মীরা উপস্থিত ছিলেন।