ঢাকা | সেপ্টেম্বর ২২, ২০২৫ - ২:০২ পূর্বাহ্ন

রামেক হাসপাতালে সেবার মানোন্নয়নে মানববন্ধন

  • আপডেট: Sunday, September 21, 2025 - 10:45 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসা সেবার মানোন্নয়নের দাবিতে রোববার দুপুর ১২টায় হাসপাতাল চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচি শেষে হাসপাতালের পরিচালক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন আয়োজকরা। সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, উত্তরবঙ্গের সবচেয়ে বড় এই হাসপাতাল প্রতিদিন হাজারো রোগীর ভরসাস্থল হলেও অবকাঠামোগত সীমাবদ্ধতা, দক্ষ জনবল সংকট, দালাল সিন্ডিকেট ও অচল যন্ত্রপাতির কারণে রোগীরা প্রত্যাশিত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না।

মানববন্ধনে উত্থাপিত প্রধান দাবিগুলো হলো, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, এক্স-রে মেশিনসহ আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহ ও দক্ষ টেকনোলজিস্ট নিয়োগ, আউটডোর ওয়ার্ডে দালাল সিন্ডিকেট মুক্ত পরিবেশ নিশ্চিত করা, বিনামূল্যে ওষুধের মজুত বাড়ানো, রোগীদের জন্য পর্যাপ্ত শয্যা, নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা। বক্তারা অভিযোগ করেন, হাসপাতালে রোগীর সংখ্যা সবসময় ধারণক্ষমতার চেয়ে বেশি থাকে, ফলে রোগীদের বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিতে হয়।

আউটডোরে রোগীরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে চিকিৎসা পেলেও প্রভাবশালী কিছু লোকজন বিনা সিরিয়ালে চিকিৎসা নিচ্ছেন, যা স্টাফদের একটি সিন্ডিকেট পরিচালনা করছে। এছাড়া ওয়ার্ডের ওয়াশরুম ও খাবারের মান অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ তোলেন তারা।

মানববন্ধনে বলা হয়, হাসপাতালের ভেতরে-বাইরে বেসরকারি হাসপাতালের দালাল ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট সক্রিয়। এতে বহিরাগত রোগীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। বক্তারা এসব সিন্ডিকেট ভেঙে দিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। স্মারকলিপিতে উত্থাপিত দাবি গুলো হলো, রোগীদের অভিযোগ শোনার জন্য ২৪ ঘণ্টা হটলাইন চালু করা, আউটডোরে বসার ব্যবস্থা ও ওয়েটিং রুম বাড়ানো, চিকিৎসকদের সময়মতো রাউন্ড নিশ্চিত করা, ডিউটির সময় প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করা, হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, প্রতিটি ওয়ার্ডে নিরাপদ পানির ব্যবস্থা করা, হার্ট, স্ট্রোক ও সার্জারি ওয়ার্ডে শয্যা সংখ্যা বৃদ্ধি ও নষ্ট যন্ত্রপাতি সচল করা, সিসিটিভি নজরদারি বাড়ানো এবং অসাধু স্টাফদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা, ট্রলি ও হুইলচেয়ার পেতে টাকা নেওয়ার অভিযোগ বন্ধ করা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মানুষের মৌলিক অধিকার চিকিৎসা নিয়ে অবহেলা কোনোভাবেই কাম্য নয়। রাজশাহীর মানুষের ভোগান্তি কমাতে এবং স্বাস্থ্যসেবার মান উন্নত করতে কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন। মানববন্ধন শেষে আয়োজকরা হাসপাতালের পরিচালক বরাবর দাবিনামা সংবলিত একটি স্মারকলিপি জমা দেন। মানববন্ধনে মহানগর যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম রবিসহ সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।