রাবির সাথে মেটলাইফ’র সমঝোতা চুক্তি স্বাক্ষর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: বিমা কোম্পানি মেটলাইফ বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বিমা সুবিধা প্রদানের লক্ষে এক চুক্তি স্বাক্ষর করেছে।
রোববার দুপুরে উপাচার্য ভবন লাউঞ্জে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সাথে মেটলাইফ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলা আহমদ এর সাক্ষাতকালে এই চুক্তির ঘোষণা দেয়া হয়। সাক্ষাতকালে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার, অতিরিক্ত রেজিস্ট্রার ড. শেখ সা’দ আহমেদ, মেটলাইফ এর সহকারী ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম ও মোহাম্মদ কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় রাবির সহায়ক, সাধারণ ও পরিবহন কর্মচারীরা ইন্তেকাল করলে ১০ লক্ষ টাকা ও দুর্ঘনায় মৃত্যুবরণ করলে ২০ লক্ষ টাকা বিমা সুবিধা পাবেন।
উপাচার্যের সাথে সিইও’র সাক্ষাতকালে রাবির পক্ষ থেকে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুবিধা, ক্যারিয়ার কাউন্সেলিং ও কর্মসংস্থানের বিষয়ে সহযোগিতার জন্য বলা হয়। সিইও সেসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থিত মেটলাইফ কর্মকর্তাদের নির্দেশনা দেন।