রাজশাহীতে ফুটবল চ্যাম্পিয়নশীপ: ঠাকুরগাঁও, ময়মনসিংহ, চাঁপাই ও রংপুর সেমিতে

স্পোর্টস ডেস্ক: রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেএফএ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্বের দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার অনুষ্ঠিত খেলায় সফররত মানিকগঞ্জ জেলা নারী ফুটবল দল ও খুলনা জেলা নারী ফুটবলদলের খেলাটি ড্র করে। দিনের অন্য খেলায় ঠাকুরগাঁও জেলা নারী ফুটবল দল ৩-০ গোলে চাঁপাইনবাবগঞ্জ জেলা নারী ফুটবল দলকে হারায়।
বিজয়ী দলের পক্ষে রুনা ২ ও সঙ্গিতা ১টি গোল করে। খেলা শেষে বাফুফের উইমিং কমিটির সদস্য বাবুরাম ও নজরুল ইসলাম জানান, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও এবং ময়মনসিংহ সেমিতে উঠেছে।
মঙ্গলবার প্রথম সেমি ফাইনালে রংপুর ও চাঁপাইনবাবগঞ্জ এবং দ্বিতীয় সেমি ফাইনালে ঠাকুরগাঁও এবং ময়মনসিংহ জেলা নারী ফুটবল দল প্রতিদ্বন্দ্বিতা করবেন। খেলা পরিচালনা করেন রেফারী সোহানা ও মাহফুজা রাহাত।
সহযোগিতায় ছিলেন শাহিন, তাসফিয়া আকতার, মাথিংনু মারম ও সোনিয়া।