ঢাকা | সেপ্টেম্বর ২২, ২০২৫ - ২:০০ পূর্বাহ্ন

বাঘার মাদক সম্রাট জাহাঙ্গীর গ্রেপ্তার

  • আপডেট: Sunday, September 21, 2025 - 10:52 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার মাদক সম্রাট খ্যাত জাহাঙ্গীর দেওয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ভোরে কুষ্টিয়া জেলার বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীরের বাড়ি বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে অবস্থিত চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া গ্রামে।

বাঘা থানা পুলিশ জানায়, জাহাঙ্গীর হোসেন একাধিক মাদক মামলাসহ ৩টি জি.আর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলো।

সর্বশেষ রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ তাকে পাশ্ববর্তী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তার পিতার নাম মোহাম্মদ কফিল দেওয়ান বলে নিশ্চিত করেন পুলিশ।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, জাহাঙ্গীর হোসেন অত্র এলাকার একজন চিহিৃত মাদক সম্রাট। সে তিনটা মামলায় ওয়ারেন্ট মাথায় নিয়েও গোপনে পালিয়ে ছিল। রোববার ভোর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করার হয়। গতকাল রোববার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।