কাঁকনহাট কলেজের অধ্যক্ষ’র বিরুদ্ধে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: কাঁকনহাট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুজাউদ্দীন-এর স্বজনপ্রীতি, কলেজের অর্থ আত্মস্বাৎ ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রোববার বেলা ১১টার কাঁকনহাট পৌর বাজারের গোডাউন মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাকনহাট পৌর বিএনপি’র সভাপতি জিয়াউল হক সরকার, কাঁকনহাট পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ সেলিম আহমেদ, বিএনপি নেতা আব্দুস সালাম ও রায়হান আলী।
আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাঁকনহাট কলেজের জৈষ্ঠ্য প্রভাষক আলা উদ্দীন, আব্দুল সোবাহান, মামুনুর রশিদ মোল্লা, আসাদুল্লাহ কাশেম ও সাদেকুল ইসলাম, প্রদর্শক মনিরুল ইসলাম ও কাঁকনহাট কলেজের সাবেক ছাত্র মোহাম্মদ ফারুক হোসেনসহ অত্র কলেজের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী শিক্ষার্থীগণ। বক্তারা বলেন, অধ্যক্ষ সুজাউদ্দীন ক্ষমতার অপব্যবহার করে নিজের পছন্দ মতো গভর্নিং বডি গঠন করে নিয়ম বহির্ভূতভাবে বিগত দশ বছর যাবৎ কলেজের টাকা আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য ও নানা ধরনের অনিয়ম করে আসছেন।
ছাত্র-ছাত্রীদের বেতন, ভর্তি ফি, সেশনচার্জ ও অন্যান্য ফি বাবদ প্রতিবছর কলেজটিতে আয় হয় প্রায় পনের লাখ টাকা। কলেজ পরিচালনা ব্যয় বাবদ প্রতিবছর পাঁচ লাখ টাকা খরচ হলেও প্রায় দশ লাখ টাকা উদ্বৃত্ত থাকার কথা বলে তারা উল্লেখ করেন। বক্তারা অধ্যক্ষ সুজাউদ্দীন-এর দুর্নীতি তদন্তের আবেদন জানিয়ে তাকে দ্রুত অপসারণের দাবি জানান।