ঢাকা | সেপ্টেম্বর ২২, ২০২৫ - ৪:২১ পূর্বাহ্ন

রাবিতে শিক্ষক-কর্মকর্তা- কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

  • আপডেট: Sunday, September 21, 2025 - 10:44 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ শিক্ষকদের ‘লাঞ্ছিত’ করার ঘটনায় জড়িতদের বিচার এবং ‘প্রাতিষ্ঠানিক সুবিধা’র দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘কমপ্লিট শাটডাউন’ (সকল প্রকার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ) ঘোষণা করেছেন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতি ও শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম পৃথক জরুরি সংবাদ সম্মেলন ডেকে এ ঘোষণা দেন। এদিকে তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে রাকসু নির্বাচন সংশ্লিষ্ট সকল কার্যক্রম কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে কর্মকর্তা-কর্মচারীরা।

অফিসার্স সমিতির সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মোক্তার হোসেন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং কর্মকর্তাদের হেনস্তার ঘটনায় জড়িতদের দৃশ্যমান বিচার কার্যকর করতে হবে। আমাদের ‘প্রতিষ্ঠানিক সুবিধা’র দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’ থাকবে। তবে রাকসু সংশ্লিষ্ট কার্যক্রমসহ চিকিৎসা, পানি, বিদ্যুৎসহ জরুরি সেবা এই কর্মসূচির আওতার বাইরে থাকবে। কিন্তু ক্লাস-পরীক্ষা এই কর্মসূচির আওতায় থাকবে।

কর্মসূচির ফলে রাকসু নির্বাচন পেছানোর বিষয়ে তিনি বলেন, প্রশাসন আমাদের দাবি মেনে না নিলে তাদের ব্যর্থতায় এই কর্মসূচির কারণে রাকসু নির্বাচনে কিঞ্চিৎ ব্যাঘাত ঘটলে সেই দায় প্রশাসনের, আমদের না।’

এদিকে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম তিনটি সিদ্ধান্তের কথা জানায়। তারা বলেন, গতকাল রোববার বিকেল ৫টায় অনুষ্ঠিত জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যাশয়ের জরুরী সভায় তিনটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত গুলো হলো গত শনিবার রাবি ক্যাম্পাসে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন, প্রক্টর মাহবুবুর রহমান, রাকসু নির্বাচন কমিশন এনামুল হকসহ অন্যান্য শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করছে, শিক্ষার্থীদের শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে আজ সোমবার মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। শিক্ষকদের যারা লাঞ্ছিত করেছে তাদের দৃষ্টান্তমূলোক শাস্তি নিশ্চিৎ না করা পর্যন্ত সকল প্রকার কার্যক্রম (ক্লাস পরীক্ষাসমূহ) অনিদিষ্ট কালের জন্য বন্ধ থাকবে।

পোষ্য কোটা স্থগিতই থাকছে

পোষ্য কোটা স্থগিতে উপাচার্যের নেয়া সিদ্ধান্তই বহাল রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। গতকাল রোববার সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়া সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের অনাকাক্সিক্ষত ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পোষ্য কোটা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে উপাচার্যের বাসভবনে সিন্ডিকেটের এই জরুরি সভা শুরু হয়। সভা শেষে বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান।

অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, সিন্ডিকেটে মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রথমত, গত শনিবারের অনাকাক্সিক্ষত ঘটনায় সিন্ডিকেট নিন্দা জ্ঞাপন করেছে। দ্বিতীয়ত, এ ঘটনায় দুটি তদন্ত কমিটি হয়েছে, একটা অভ্যন্তরীণ তদন্ত কমিটি ও আরেকটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি। তৃতীয়ত, রাকসু নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট যাঁরা আছেন, তাঁদের প্রতি সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। যেহেতু বিষয়টি সিন্ডিকেটের অংশ নয়, কিন্তু সহযোগিতার আহ্বান জানিয়েছে সিন্ডিকেট। এটা সিন্ডিকেটের সিদ্ধান্তের মধ্যে আছে।

ইফতিখারুল আলম আরও বলেন, ‘সিন্ডিকেটের ফুল বডির উপস্থিতিতে সভা হয়েছে। গত শনিবার ক্যাম্পাসে যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তারই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্যই আমাদের আজকের সিন্ডিকেট সভা ছিল। এখানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির ভেতরে যতগুলো এজেন্ডা আছে, সব কটি এখানে আলোচিত হয়েছে।’ তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকাগুলোয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অথবা ছাত্রদের কোনো ধরনের একটা গোলমাল লাগিয়ে দেওয়ার একটা অপচেষ্টা সম্পর্কে তাঁরা অবগত ছিলেন। এ জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।

পূর্ণদিবস কর্মবিরতি পালন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ অন্য শিক্ষকদের ‘লাঞ্ছিত’ করার অভিযোগ তুলে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল রোববার সকাল থেকে তারা এ কর্মসূচি পালন করেন। এর আগে গত শনিবার পোষ্য কোটাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে ধস্তাধস্তির মাঝে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন মাটিতে পড়ে যান। এছাড়া শিক্ষার্থীরা উপ-উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টরসহ বেশকিছু শিক্ষক ও কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গত শনিবার রাত সাড়ে ৯টায় এক সংবাদ সম্মেলন করে রোববার পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।

সরেজমিনে দেখা যায়, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা পাশের আমতলায় অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন। তবে সকালে ক্যাম্পাসে সব একাডেমিক ভবনের ফটকের তালা খুলে দেওয়া হয়েছে। প্রশাসন ভবনও খুলেছে। শিক্ষার্থীদেরও বাসে করে ক্যাম্পাসে আসতে দেখা গেছে। কর্মকর্তা-কর্মচারীরা পৌনে নয়টার দিকে ক্যাম্পাসে আসা শুরু করেছেন। কেউ বিশ্ববিদ্যালয়ের বাসে করে, কেউ নিজস্ব বাহনে করে ক্যাম্পাসে আসছেন। তবে তারা জানান কোনো কাজ করবেন না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির সভাপতি মুক্তার হোসেন বলেন, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সবাই কাজ থেকে বিরতি থাকবেন। কোনো ধরনের কাজে তাঁরা যুক্ত হবেন না। আর ক্লাস-পরীক্ষাও বন্ধ থাকবে। তবে ক্যাম্পাসে তাঁরা দৃশ্যমান (জমায়েত) কোনো কর্মসূচি পালন করবেন না। সিন্ডিকেট সভার দিকে তাঁদেরও নজর থাকবে। কখন সিন্ডিকেট সভা হবে জানেন না তাঁরা। তবে এই সিন্ডিকেটের সিদ্ধান্তে কী ফল আসে তার ওপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

‘নিস্তেজ’ রাকসুর নির্বাচনি প্রচারণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা নিয়ে গত শনিবার বিকাল থেকে উত্তেজনা শুরু হয়, চলে রাত সাড়ে ৩টা পর্যন্ত। গতকাল দিবাগত রাতে পোষ্য কোটায় ভর্তি স্থগিত হওয়ায় গতকাল রোববার সকাল থেকেই ক্যাম্পাসের পরিস্থিতি অনেকটাই শান্ত দেখা যায়। তবে ক্যাম্পাসে শিক্ষার্থীদের তেমন আনাগোনা দেখা যায়নি। নির্বাচনের আছে মাত্র তিনদিন। শেষ মুহূর্তে এসে নির্বাচনি প্রচারণা কার্যক্রমে অনেকটাই ‘ভাটা’ পড়েছে।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মাহবুব বিল্লাহ। তিনি রবীন্দ্র ভবনের সামনে বসে আছেন বেলা সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত। গত বৃহস্পতিবারেও তিনি এই সময়ে ক্যাম্পাসের যে কোনো জায়গায় থাকলে প্রায় অর্ধ-শতাধিক প্রার্থীর দেখা পেতেন। তবে আজ তিনি দেখা পেয়েছেন মাত্র ২জন প্রার্থীর। তিনি বলেন, ‘আমি গত দেড় ঘণ্টা এখানে বসে আছি। অন্য যেকোনো দিনে এখানে বসলে অন্তত ৫০ জন প্রার্থীর দেখা পাই। আজ পেয়েছি মাত্র দুই জনের দেখা। প্রার্থীরা মনে হয় বুঝে গেছে এই পরিস্থিতে নির্বাচন হওয়া কঠিন। কেমন যেন এক নিস্তেজ ভাব তৈরি হয়েছে নির্বাচনি মাঠে।’

নাদিয়া হক মিথি রাকসুতে লড়ছেন ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে সহ-মহিলা বিষয়ক সম্পাদক পদে। নির্বাচনি প্রচারণা শুরু হওয়ার পরে অন্যান্য দিন তিনি লিফলেট হাতে ঘুরলেও আজ তাকে দেখা গেছে বন্ধুদের আড্ডায়। তিনি জানান, ‘কর্মবিরতির জন্য ক্যাম্পাসে আজ শিক্ষার্থীদের উপস্থিতি কম। অন্যদিকে এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের কাছে প্রচারণা করাটাও অস্বস্তিকর।’

রাকসু নির্বাচন ২৫ তারিখেই

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন ৩ দিন পিছিয়ে যাওয়ার একটি গুঞ্জন ক্যাম্পাস জুরে ছড়িয়ে পড়ে। প্রথম সাড়ির একটি গণমাধ্যমও এই তথ্য প্রচার করে। তবে নির্বাচন কমিশন জানায় এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তফসিল অনুযায়ী আগামী ২৫ তারিখেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

রোববার সন্ধ্যায় রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেললে এ কথা জানান নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ২৫ তারিখের ভোট পেছানোর কোনো ধরনের সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেয়নি।