পবায় ছিনতাইয়ের কবলে রাসিক নিরাপত্তাকর্মী

স্টাফ রিপোর্টার: পবা উপজেলার নওহাটা পৌরসভার এয়ারপোর্ট থানার বিমানবন্দর এলাকার উত্তরে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এর এক নিরাপত্তাকর্মী ছিনতাইয়ের শিকার হয়েছেন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফয়সাল আহমেদ সাগর (৩২) নওহাটা পৌরসভার শ্রীপুর এলাকার মৃত আব্দুল রশিদের ছেলে। তিনি বর্তমানে রাজশাহী সিটি করপোরেশনে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভোর ৫টায় ডিউটিতে যাওয়ার পথে বিমানবন্দর এলাকার উত্তরে পৌঁছালে হঠাৎ করে একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তার গতিরোধ করে।
তাদের হাতে থাকা রামদা ও ধারালো অস্ত্রের মুখে ফেলে তারা সাগরের কাছ থেকে নগদ ৯ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। এসময় তিনি চিৎকার করলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে তিনি এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন,“আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। ভুক্তভোগীর অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।”