ঢাকা | সেপ্টেম্বর ২১, ২০২৫ - ১:৫৫ পূর্বাহ্ন

রাবিতে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, September 20, 2025 - 10:59 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে বিএনসিসি, রোভার স্কাউট, রেঞ্জার গাইড ও স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং ফোরাম সদস্যদের সার্টিফিকেট প্রদান শনিবার অনুষ্ঠিত হয়।

এদিন সকাল ১০টায় সিনেট ভবনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন। প্রক্টর প্রফেসর মাহবুবর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রক্টর প্রফেসর নাসির উদ্দিন।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে যে ভূমিকা রেখেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়। আগামীতে শিক্ষার্থীরা ক্রমে অন্যান্য কর্মকাণ্ডেও ইতিবাচক অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনসিসি, রোভার স্কাউট, রেঞ্জার গাইড ও স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং ফোরামের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকসহ ও সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।