ঢাকা | সেপ্টেম্বর ২১, ২০২৫ - ২:২২ পূর্বাহ্ন

বাঘায় স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা

  • আপডেট: Saturday, September 20, 2025 - 10:10 pm

বাঘা প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বাঘা উপজেলা ও আড়ানী পৌর শাখার কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৪টায় ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই কর্মিসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ও বিএনপির প্রায়াত নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটনের সভাপতিত্বে ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনকের সঞ্চালনায় কর্মিসভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দীন। প্রধান বক্তার বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-প্রচার সম্পাদক আকরুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের রাজশাহী জেলার সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টুটুল, বাগমার উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক রাজু আহম্মেদ, চারঘাট উপজেলা সদস্য সচিব বুলবুল আহম্মেদ, পবা উপজেলা সদস্য সচিব মোক্তাক আহম্মেদ, বাঘা উপজেলা সাবেক সভাপতি আসলাম মালিথা, শহিদুল ইসলাম, বাঘা পৌর শাখার সাবেক সভাপতি তোহিদুল ইসলাম পলান প্রমুখ।