ঢাকা | সেপ্টেম্বর ২১, ২০২৫ - ১২:৪১ পূর্বাহ্ন

আইডিইবি বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, September 20, 2025 - 11:01 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ডিপ্লোামা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের (আইডিইবি) উদ্যোগে রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি আইডিইবি কেনিক, আহ্বায়ক প্রকৌশলী কবির হোসেন বলেছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বাংলাদেশের সম্পদ। তাদেরকে পা ধরে টান দেন না, মাথার চুল ধরে টানেন। কারণ তারা ওপরে উঠতে চায়। বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়াদের দশম গ্রেডে প্রবেশের জন্য বিএসসি ইঞ্জিনিয়ারদের আন্দোলন গড়ে তোলা প্রসঙ্গে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

তিনি বলেন, বিএসসি ইঞ্জিনিয়াররা কখনো ডিপ্লোমাদের জায়গায় আসতে পারবে না কারণ তাদের ৪ বছরের ডিপ্লোমা ডিগ্রি নেই। যদি তারা এই জায়গায় আসতে চায়, তাহলে তাদের আবারো নিচে এসে ৪ বছরের ডিপ্লোমা সম্পন্ন করতে হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে আপনারা এই দাবি প্রত্যাহার করুন। না হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কঠোর আন্দোলন গড়ে তুলবে। আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে অনড় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।

নগরীর টুলটুলি পাড়ায় আইডিইবি ভবনে অনুষ্ঠিত সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এসময় তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাত দফা দাবি তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ডিপ্লোামা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী নওশের আহমেদ তামান্না, কেনিক আইডিবি সদস্য (অর্থ) প্রকৌশলী মনিররুজ্জামান, কেনিক আইডিবি (মুক্তিযুদ্ধ বিষয়ক) সদস্য প্রকৌশলী তৈয়ব আলী মুকুল, প্রকৌশলী মীর হোসেন পাটোয়ারি মিলন, আইডিইবি রাজশাহী জেলা শাখার আহ্বায়ক এ আর জামিল ইদি ও সদস্য সচিব আহসান হাবীব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের সভাপতি প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল। এছাড়াও রাজশাহী বিভাগের ৯টি সাংগঠনিক জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, পাবনা ও ঈশ্বরদী জেলার আইডিইবি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক, পেশাজীবী, সংগ্রাম পরিষদের প্রতিনিধি নেতৃবৃন্দের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগ থেকে আসা বিভিন্ন আহ্বায়ক ও সদস্য সচিবগণ এসময় উপস্থিত ছিলেন।