রাকসু নির্বাচনে ভোট গ্রহণের সমন্বয় সভা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন-২০২৫ এ ভোট গ্রহণের বিষয়ে শনিবার দুপুরে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম। সভায় নির্বাচন কমিশনারগণ, প্রধান রিটানিং অফিসার রাকসু কোষাধ্যক্ষ, হল সংসদ নির্বাচনের রিটানিং অফিসার হল প্রাধ্যক্ষবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যরা অংশ নেন।
সভায় উপাচার্য বলেন, একটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোট ব্যবস্থাপনা ও ভোট গ্রহণকারী কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ভূমিকার কথা স্মরণ করে আসন্ন রাকসু নির্বাচনে কমিশনার ও রিটানিং অফিসারগণসহ নির্বাচন নিরপেক্ষ ও স্বচ্ছ করতে যেসব প্রস্তুতি ও পদক্ষেপ গ্রহণ করেছেন তা অবহিত হয়ে উপাচার্য সন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রয়াসে এই নির্বাচন এক দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও উপাচার্য উল্লেখ করেন।