ঢাকা | সেপ্টেম্বর ২১, ২০২৫ - ৪:৫৬ পূর্বাহ্ন

ফুটবল চ্যাম্পিয়নশীপ: নিলা’র হ্যাটিকে জিতলো রাজশাহী

  • আপডেট: Saturday, September 20, 2025 - 11:12 pm

স্পোর্টস ডেস্ক: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেএফএ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্বের দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার অনুষ্ঠিত খেলায় সফররত রংপুর জেলা নারী ফুটবল দল ২-০ গোলে ময়মনসিংহ জেলা নারী ফুটবল দলকে হারায়। বিজয়ী দলের পক্ষে সাগরিকা ও সাথি একটি করে গোল করে। দিনের অন্য খেলায় স্বাগতিক রাজশাহী জেলা নারী ফুটবল দল নিলার হ্যাট্রিকের সুবাদে ৪-০ গোলে সফররত খাগড়াছড়ি জেলা নারী ফুটবল দলকে হারায়।

বিজয়ী দলের পক্ষে নিলা ৩ ও সাদিয়া একটি করে গোল করে। খেলা পরিচালনা করেন রেফারী মাহফুজা রাহাত ও তাসফিয়া আকতার। তাদের সহযোগিতা করেন শাহিন, সাহানা খাতুন, মাতিংনু মারম ও সোনিয়া। আজ রোববার খুলনা, মনিকগঞ্জ, ঠাকুরগাঁও এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা নারী ফুটবল দল অংশ নেবে।