ঢাকা | সেপ্টেম্বর ২১, ২০২৫ - ৩:৫৫ পূর্বাহ্ন

নেতৃত্ব দিতে হলে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হতে হবে: মিনু

  • আপডেট: Saturday, September 20, 2025 - 11:05 pm

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি জননেতা মিজানুর রহমান মিনু বলেছেন, নেতৃত্ব দিতে হলে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হতে হবে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন নেতত্বের অধিকারী। তার নেতৃত্বে দল যেমন ঐক্যবদ্ধ সক্রিয় ছিল তেমনি বাংলাদেশেরও ব্যাপক উন্নয়ন হয়েছিল। শহিদ জিয়ার বলিষ্ঠ নেতৃত্ব আমাদের অনুপ্রেরণা।

শনিবার দুপুর পৌনে ১টার দিকে নগরের রাইফেল ক্লাবে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের রাজশাহী জেলা কমিটির পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মিনু আরও বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়ানুরাগী। ক্রীড়াঙ্গনে তার ভূমিকা ছিল অনেক। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কমিটি আগামী দিনে ভালো ভালো ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করে যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং সমাজকে মাদক থেকে রক্ষার জন্য কাজ করবেন।

তিনি আরও বলেন, বিগত স্বৈরাচার হাসিনা বাংলাদেশর বিরোধী নেতাকর্মীসহ সকল মানুষকে নির্মম নির্যাতন করেছিল। তার হাত থেকে কেউ রেহাই পানি। এখন তিনি তার ফল ভোগ করছে। ভালো ব্যবহার ও মানুষের পাশে থেকে মন জয় করতে হবে। সমাজ ও দেশের উন্নয়নে কাজ করতে হবে। বিএনপি নেতাকর্মীরা কখনোই অন্যায় কাজ করবেনা ও প্রশ্রয় দেবে না। যারা অন্যায় কাজের সাথে জড়িত থাকবে বিএনপিতে তাদের দরকার নেই। সবাইকে তিনি দল ও দেশের স্বার্থে কাজ করার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, আগামী দিনে মানুষের কাছে যেতে হবে। মানুষের পাশে থাকতে হবে। যেভাবে বিগত সময় স্বৈরাচাররা রাজনীতি করে গেছে সেই রাজনীতি আর চলবে না। তাই খুব সাবধান। মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করতে হবে। তাছাড়া দল করা সম্ভব নয়।

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের রাজশাহী জেলা কমিটির সভাপতি মুস্তারুজ্জামান লাভলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আজিজুল হক ভূইয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার প্রমুখ। গত ২৭ জুন অ্যাডভোকেট মুস্তারুজ্জামান লাভলুকে আহ্বায়ক ও আজিজুল হক ভূইয়াকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

এ কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক মাহফুজ আলম লিটন, খন্দকার মো: মাইনুল ইসলাম, জামাল উদ্দিন, আব্দুস সালাম, সহিদুল আলম টিপু, সদস্য হাবিবুর রহমান ছবি, ওবাদুল হক বাবু, জিয়াউল হক বাবু, নূর আফতাব আলম বাবু, মকবুল হোসেন, মহিদুর রহমান বাক্কার, বেলাল হোসেন, ওয়াহেদ মুরাদ, টমাস হোসেন, তসলিম, আতিকুর রহমান লিটন, আজাদ আলী সরদার, আমিনুল ইসলাম, তৈয়বুর রহমান, রবিউল ইসলাম রঘু, এ বি এম লুৎফর রহমান মিঠু, আতাউর রহমান, হেলালুজ্জামান রাসেল, নূর উদ্দিন জামান রনি, কাউসার রহমান সাগর, শরিফুল ইসলাম, হাফিজুর রহমান, জালাল উদ্দিন সাহেব ও হাবিবুর রহমান বেবি। অনুষ্ঠানে ২২ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। কমিটির সদস্যদের খেলাধুলার প্রসারে কাজ করার আহবান জানানো হয়।