নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি বরদাস্ত করবে না: রায়হান

স্টাফ রিপোর্টার: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এদেশের জনগণের সাংবিধানিক অধিকার। এ অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বিএনপি বরদাস্ত করবে না বলে মন্তব্য করেছেন রাজশাহী জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হান।
শনিবার বিকালে পবা উপজেলার হাট রামচন্দ্রপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত গণসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা প্রচারের অংশ হিসেবে সংক্ষিপ্ত পথসভা শেষে লিফলেট বিতরণ করা হয়েছে।
জেলা বিএনপির সদস্য রায়হান বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং জাতিকে এগিয়ে নেয়ার একটি পূর্ণাঙ্গ রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশের প্রতিটি মানুষ সমান সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে।
সভায় পারিলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন। সভা পরিচালনা করেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা হিটলার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাটাখালী পৌর বিএনপির সদস্য সচিব নাজমুল হক, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন, পবা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোস্তাকিম রহমান মোস্তাক, উপজেলা কৃষক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আতাউর রহমান, সদস্য সচিব গাজিউর রহমান, নওহাটা পৌর কৃষক দলের আহ্বায়ক রবিউল ইসলাম ও উপজেলা প্রজন্ম একাত্তর দলের সদস্য সচিব শুকুর আলী। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। নেতারা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করে গণতান্ত্রিক আন্দোলনকে সফল করতে হবে।