রাজশাহী অঞ্চলে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুইভাইসহ তিনজনের মৃত্যু

রাণীনগর ও সিরাজগঞ্জ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী সহোদর দুই ভাই ও সিরাজগঞ্জের কামারখন্দে পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে আলিফ হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রাণীনগর প্রতিনিধি জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- ঘোষগ্রাম মণ্ডলপাড়া গ্রামের মৃত হায়ের প্রামাণিকের ছেলে মফিজ প্রামাণিক (৬৫) ও হবিজ প্রামাণিক (৪৫)। একই সঙ্গে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের ছোট ভাই বেলাল প্রামাণিক বলেন, মফিজ ও হবিজ দুজনে মানসিক প্রতিবন্ধী। তারা দুপুর ১২টার আগে বাড়ির পাশে ঘোরাফেরা করছিলেন।
এসময় অসাবধানতাবশত বাড়ি থেকে একটু দূরে একটি পুকুরের পানিতে পরে ডুবে যান। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি আমার এক ভাই পুকুরের পানিতে ভাসছে। সঙ্গে সঙ্গে আমরা পরিবারের লোকজন ও স্থানীয়রা ওই পুকুরে গিয়ে প্রথমে এক ভাইয়ের মরদেহ উদ্ধার করি। পরে পুকুরের পানিতে খোঁজাখুঁজি করে আরেক ভাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ রায়হান বলেন, দুই সহোদরের মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের কামারখন্দে পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে আলিফ হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চৌবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আলিফ হোসেন ওই গ্রামের বাবু আকন্দের ছেলে ও চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন বন্ধুর সঙ্গে পুকুরে সাঁতার শিখতে নামে আলিফ হোসেন। এরপর পুকুরের পাড় থেকে কিছুটা দূরে চলে যায়। হঠাৎ পানিতে তলিয়ে যায়। পরে বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন এসে পুকুরে নেমে সন্ধান চালান। কিন্তু খুঁজে পাইনি। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন। কামারখন্দ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার নয়ন হোসেন জানান, পুকুরে একজন ডুবে গেছে। এমন খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই স্কুলছাত্রের মরদেহটি উদ্ধার করা হয়েছে।