ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৫ - ৩:৪২ পূর্বাহ্ন

শিরোনাম

আত্রাইয়ে সুতি জাল দিয়ে মাছ শিকার, উচ্ছেদ করলো প্রশাসন

  • আপডেট: Friday, September 19, 2025 - 10:06 pm

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ সুতি জাল উচ্ছেদ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে উপজেলার কাশিয়াবাড়ী খালের লাগবাড়ী গ্রাম এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক।

এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমানসহ থানা সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার কাশিয়াবাড়ী খালের লাগবাড়ী গ্রাম এলাকায় অবৈধ সুতি জাল দিয়ে মাছ শিকার করছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করি।

এবং অবৈধ সুতি জাল উচ্ছেদ করা হয়। পরে উচ্ছেদকৃত সুতি জাল ও বাঁশ জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়। যায় আনুমানিক মূল্য এক লাখ টাকা। তিনি আরও বলেন, এসকল অবৈধ সুতি জাল, রিং জাল, কারেন্ট জাল এবং বানা দিয়ে মাছ ধরা বন্ধ করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।