ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৫ - ১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম

রাকসু নির্বাচনে গণযোগাযোগ বিভাগ থেকে ভিপিসহ ২২ প্রার্থী

  • আপডেট: Friday, September 19, 2025 - 10:25 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৫৯টি বিভাগ থেকে বিভিন্ন পদে লড়বেন শিক্ষার্থীরা। এবার নির্বাচনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকেই লড়ছেন ২২ জন প্রার্থী।

এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১২ জন এছাড়া হল সংসদে ১০ জন। একজন লড়বেন ভিপি পদে। শিক্ষার্থীদের এই অংশগ্রহণ ইতিবাচক প্রভাব ফেলেছে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে। তাদের আশা প্রার্থীরা নির্বাচিত হবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। এছাড়া ভবিষ্যত নেতৃত্বে এটা বড় ভূমিকা রাকবে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে লড়ছেন যারা: ২০১৮-১৯ সেশন থেকে মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে লড়বেন সাইদুল ইসলাম আকাশ, জোহা হলে ভিপি পদে লড়বেন শিখর রায়। ২০১৯-২০ সেশন থেকে সিনেট ছাত্র প্রতিনিধি পদে ইরফান তামিম এবং পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মাহির ফয়সাল লড়বেন। ২০-২১ সেশন থেকে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে বিল্লাল হুসাইন, মিডিয়া এন্ড পাবলিকেশন সম্পাদক পদে সৈয়দ আব্দুল কাদের, শাহরিয়ার মোর্শেদ, সহ মিডিয়া এন্ড পাবলিকেশন সম্পাদক পদে নূরনবি, এছাড়া হল সংসদে ক্রীড়া সম্পাদক পদে রুহুল আমীন, সাংস্কৃতি সম্পাদক রনি আহমেদ, আলিম খান, সহ সাংস্কৃতি সম্পাদক পদে আবু নাঈম, বিজয় ২৪ হলে জিএস পদে জুবায়ের জিসান লড়বেন।

২১-২২ সেশন থেকে সিনেট সদস্য এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে ইনসান আলী, সহ-সাধারণ সম্পাদক পদে (তাপসী রাবেয়া হল) খাতিজা আক্তার হিয়া, সহ-সাধারণ সম্পাদক পদে ( শহিদ হবিবুর রহমান হল) এনামুল হক, সহ-ক্রিয়া সম্পাদক ( জুলাই-৩৬ হল) উম্মে জাহান ( বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত) লড়ছেন। ২০২২-২৩ সেশন থেকে এজিএস পদে শাহ পরান লিখন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মুনান হাওলাদার, সহকারী নারী বিষয়ক সম্পাদক পদে নাদিয়া হক, সমাজকল্যাণ সম্পাদক পদে শরিপুল ইসলাম লড়বেন। ২৩-২৪ সেশন থেকে মাদার বখস হলেদ কার্যনির্বাহী পদে আল আমিন লড়বেন।

বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী ও সহ প্রচার সম্পাদক পদপ্রার্থী মুনান হাওলাদার বলেন, ক্যাম্পাসের যেকোন যৌক্তিক আন্দোলন থেকে শুরু করে, বিভিন্ন ইস্যুতে আমাদের বিভাগের শিক্ষার্থীরা মাঠে নেমেছে।আর যেহেতু ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেহেতু সব বিভাগের মধ্যেই একটা উৎসাহ কাজ করছে, কিন্তু স্পেশালি আমাদের গণযোগাযোগ বিভাগ থেকে সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী এই নির্বাচনে প্রতিনিধিত্ব করছেন এটা অবশ্যই ইতিবাচক ও গর্বের। ২১-২২ সেশনের শিক্ষার্থী শরিফুল ইসলাম তানবীর বলেন, দীর্ঘ দিন পরে রাকসু হচ্ছে।

সবাই উৎসবমুখর পরিবেশে রাকসুকে বরণ করছে। সেই জায়গা থেকে আমাদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ২০ এর অধিক প্রার্থী কেন্দ্রে এবং হল সংসদে দাড়িয়েছে। আমি এই বিভাগের শিক্ষার্থী হিসবে বিষয়টি খুবই পজিটিভলি দেখছি এবং নির্বাচনের মাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আগে পরে দেখেছি বিভাগের অনেকেরই নেতৃত্ব গুণ রয়েছে।

জুলাই-আগস্টে সম্মুখ সারিতে থেকে অনেকেই নেতৃত্ব দিয়েছে। আমি মনে করি রাকসুতেও এমন নেতৃত্ব গুণাবলী সম্মিলিত শিক্ষার্থী দরকার। এছাড়া মিডিয়ার শিক্ষার্থী হওয়ায় মিডিয়া ও পাবলিকেশনের যেই দুইটি পদ রয়েছে সেখানে আমাদের বিভাগের শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ রয়েছে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. মোজাম্মেল হোসেন বকুল বলেন, এটা আমি খুব ইতিবাচক হিসেবে দেখছি। আমাদের বিভাগের শিক্ষার্থীরা ভিপিসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এটা তাদের ভবিষ্যৎ নেতৃত্ব গুণাবলী বৃদ্ধি করবে। আমি ইতিমধ্যে তাদের সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেছি। আমি তাদের নিয়ে আশাবাদী, আমি আশা করি তারা নির্বাচিত হবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।