ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৫ - ১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম

পোরশায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সনদ বিতরণ

  • আপডেট: Friday, September 19, 2025 - 10:10 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিষ্ণপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সনদপত্র বিতরণ করেন ইউএনও রাকিবুল ইসলাম। উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পোরশা কার্যালয়ের আয়োজনে গত ৭ সেপ্টেম্বর থেকে ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। এতে এলাকার ৫৪ জন পুরুষ/মহিলাকে মৌলিক প্রশিক্ষণ দেয়া হয় এবং সনদপত্র প্রদান করা হয়।

এসময় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাহাদৎ মোহাম্মদ এনামুল হক, আনসার ভিডিপি প্রশিক্ষক ইসরাত জাহান ও সাইকুল ইসলাম উপস্থিত ছিলেন। সনদপত্র বিতরণ শেষে ইউএনও রাকিবুল ইসলাম বিষ্ণপুর দাখিল মাদ্রাসা ও তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন পরিদর্শন করেন। এসময় তিনি প্রতিষ্ঠানগুলির শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়ে শিক্ষকদের সাথে আলোচনা ও পরামর্শ প্রদান করেন।