মহাদেবপুরে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে প্রকৃতি ও জীবন ক্লাব নওগাঁর উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীরা নানান বৈচিত্রময় চারাগাছ পেয়ে উচ্ছাস প্রকাশ করে।
গত বুধবার উপজেলা সদরের মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের পাঁচশ শিক্ষার্থীর মধ্যে এসব গাছের চারা বিতরণ করেন সংগঠনের সভাপতি সিনিয়র সাংবাদিক চ্যানেল আইয়ের নওগাঁ জেলা প্রতিনিধি কায়েস উদ্দিন।
এর আগে তিনি ওই বিদ্যালয় প্রাঙ্গনে ক্লাবের উদ্যোগে তিনটি গাছের চারা রোপণ করেন। তার সাথে চারা রোপণে অংশ নেন সিনিয়র সাংবাদিক কাজী সাঈদ টিটো, সাংবাদিক লিয়াকত আলী বাবলু, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা আকতার, সহকারী শিক্ষক ইকবাল হোসেন, ক্লাবের সদস্য ওবায়দুল হক বাচ্চু প্রমুখ।
সাংবাদিক কায়েস উদ্দিন জানান, জেলার বিভিন্ন উপজেলায় এবার ১০ হাজার চারাগাছ বিতরণ করা হবে।