কাটাখালীতে গণসংযোগে জামায়াত প্রার্থী কালাম

স্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নির্বাচনি মাঠ জমে উঠতে শুরু করেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ ইতিমধ্যে এলাকায় ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার বিকালে তিনি কাটাখালী পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় স্থানীয় দোকানপাট, চা-স্টল ও বাড়ি-বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন,“জনগণের অধিকার প্রতিষ্ঠা আমার অঙ্গীকার। আমি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষি ও শিল্পে আধুনিকায়ন এবং শিক্ষাখাতকে এগিয়ে নেয়াই হবে আমার প্রধান লক্ষ্য।” তিনি আরও জানান, কৃষকদের ন্যায্যমূল্যে ফসল বিক্রির সুযোগ সৃষ্টি, যুব সমাজের কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে তাঁর অগ্রাধিকার থাকবে।
গণসংযোগে তাঁর সঙ্গে ছিলেন কাটাখালী পৌরসভার জামায়াতে ইসলামীর আমির আজিজুল ইসলাম, সেক্রেটারি আব্দুল মালেক, হরিয়ান ইউনিয়নের আমির করিমুজ্জামান, যুব বিভাগের সেক্রেটারি মহিবুল হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা।