ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৫ - ১২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম

রাবি হলো দেশের প্রথম ‘ক্যাশলেস ক্যাম্পাস’

  • আপডেট: Thursday, September 18, 2025 - 9:00 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের প্রথম ‘ক্যাশলেস ক্যাম্পাস’ হিসেবে যাত্রা শুরু করেছে।

বৃহস্পতিবার দুপুরে সিনেট ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এর উদ্বোধন করেন প্রধান অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন। বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও মাস্টারকার্ড যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করছে।

‘ক্যাশলেস ক্যাম্পাস’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জামাল উদ্দিন মজুমদার, বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের পরিচালক (প্রশাসন) রথিন কুমার পাল, ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক শরাফতুল্লাহ, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মো. কামাল, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের যুগ্ম পরিচালক মাঈন উদ্দীন।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক রাফেজা আক্তার কান্তা অনুষ্ঠানে সভাপতিত্বে এই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের কর্মকর্তা মোরসালিন ক্যাশলেস লেনদেন সম্পর্কে পরিচিতিমূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, রাবি দেশের প্রথম ‘ক্যাশলেস ক্যাম্পাস’ হওয়ায় এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন হলো। এই ক্যাম্পাস বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম। ‘ক্যাশলেস ক্যাম্পাস’ হওয়ায় তা চলমান ডিজিটাল রূপান্তরের প্রতিশ্রুতির প্রতিফলন ঘটলো। এর ফলে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াবে এবং শিক্ষক ও শিক্ষার্থীদের নির্বিঘ্ন পেমেন্ট সুবিধা দিবে।

ক্যাশলেস লেনদেন যুগোপযোগী ও সময়ের দাবি। এই ক্যাশলেস ক্যাম্পাস ডিজিটাল অর্থনীতির যাত্রাকে আরও দ্রুত এগিয়ে নিবে। ক্যাশলেস ক্যাম্পাসের এই উদ্যোগ সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি নোট ও মুদ্রার লেনদেনে যে বিপুল লুকানো খরচ থাকে তাও সাশ্রয় করবে। এক্সক্লুসিভ স্টুডেন্ট ডেবিট কার্ড চালু হওয়ায় ক্যাশলেস লেনদেন সহজতর হলো।