ভারত থেকে আসা শিবগঞ্জে বন শুকুরের কামড়ে আহত ১০

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ভারত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বন শুকুরের কামড়ে ১০ জন আহত হয়েছে। এর মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী।
বৃহস্পতিবার উপজেলার পাঁকা ইউনিয়নের চরপাঁকা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার পাঁকা ইউনিয়নের চর পাঁকা গ্রামের দাউদ মেম্বারের ছেলে মিজানুর রহমান (৬৫), মৃত লোকমান হোসেনের ছেলে তরিকুল ইসলাম হাজী (৬০), মইমুল হকের ছেলে রুমন আলি (২৫), তালিব হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৩৫), চরপাঁকা গ্রামের আকমুল হোসেনের ছেলে খাদেমুল ইসলাম (৩৫), কটাপাড়া গ্রামের জালালের স্ত্রী শেফালী বেগম (৩৫)। বাকি আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
তারা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। চরপাঁকা দশরশিয়া গ্রামের মানিক মিয়া, জালাল উদ্দিন, কম্পিটার ব্যবসায়ী আল মামুনসহ এলাকাবাসীরা জানায়, বৃহস্পতিবার সকালে ভারত থেকে আসা একটি বিরাট বন শুকুর গ্রামে ঢুকে পড়ে। এ সময় স্থানীয় লোকজন তাড়া করলে ওই ১০ জনকে আক্রমণ করে কামড় দেয়। ফলে তারা সকলেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন এবং লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে বন শুকুরটিকে মেরে ফেলে এলাকাবাসী। তারা জানান, বন শুকুরটির ওজন প্রায় ১২০ কেজি। পরে শিবগঞ্জ পৌরসভার ভকত সম্প্রদায়ের লোকজন এসে বনশুকুরটিকে নিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ্যাডভোকেট আশফাকুর রহমান ও হাসানপুর লক্ষীপুর পাঁকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী বলেন, কয়েক বছর থেকে ভারত থেকে বন শুকুরের দল আমাদের এলাকায় রাতে প্রবেশ করে ফসলের ব্যাপক ক্ষতি করে। দিনের বেলায় লোকালয়ে ঢুকে সাধারণ মানুষকে কামড়ে আহত করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী বলেন, ঘটনাটি খুবই দু:খজনক। সংশ্লিষ্ট বিভাগের সাথে আলোচনা করে ভবিষ্যতে যেন আর সাধারণ মানুষ বন শুকুরের দ্বারা আহত না হয় সেটি নিশ্চিত করা হবে। একই সঙ্গে ফসলের ক্ষতি না করতে পারে সেই ব্যবস্থাও নেয়া হবে।