ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৫ - ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম

বিএমডিএ’র মাসিক সভা ও বিদায় সংবর্ধনা

  • আপডেট: Thursday, September 18, 2025 - 9:10 pm

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাঠ পর্যায়ে বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা নিয়ে আগস্ট ২০২৫ মাসিক সভা ও অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিএমডিএ জিমনেসিয়াম হল রুমে মাসিক সভা ও ১ জন অবসরজনিত কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় হতে অবসরজনিত বিদায় কর্মকর্তা হলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক শহীদুর রহমান।

মাসিক সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতি:সচিব)।

এসময় আরও উপস্থিত ছিলেন অতি:প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতি:প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল আলী সরকার, নির্বাহী প্রকৌশলী রুবিনা খাতুন, নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম মলি, নির্বাহী প্রকৌশলী মতিউর রহমানসহ কর্তৃপক্ষের সদর দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী সহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মাসিক সভা ও বিদায় অনুষ্ঠানে সঞ্চালনা করেন নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান।