ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৫ - ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম

দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন উপজেলায় সভা

  • আপডেট: Thursday, September 18, 2025 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথভাবে উদযাপন উপলক্ষে রাজশাহীর বিভিন্ন উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এসব সভা অনুষ্ঠিত হয়।

চারঘাট প্রতিনিধি জানান, দুর্গাপূজা নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হকসহ ৩৮টি পূজা মন্দির কমিটির সভাপতি, সেক্রেটারি ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

গোদাগাড়ী প্রতিনিধি জানান, হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা- ২০২৫ উদযাপন উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, প্রতিটি পূজামণ্ডপে পুলিশ ও আনসার ভিডিপি সদস্য মোতায়েন থাকবে এবং প্রয়োজনে বিজিবিও দায়িত্ব পালন করবে। কেউ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চাইলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামসুল হক, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা নির্বাহী প্রকৌশলী সাদরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, পৌর ক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার সবুজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরীসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি-সম্পাদক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি দপ্তরের কর্মকর্তারা।

তানোর প্রতিনিধি জানান, রাজশাহীর তানোরেও দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। পূজা মন্ডপগুলোতে নির্বিঘ্নে শারদীয় দূর্গাপূজা পালনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা প্রদানের ব্যবস্থা গ্রহন এবং আাইন শৃংখলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানানো হয়। এসময় আরো উপস্থিত ছিলেন তানোর থানার ভারপ্রাপ্ত (ওসি) আফজাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুস্তাকিমা, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী ডিএম আক্কাস আলী, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্যাম দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল সরকার, মনোরঞ্জন কুমার দাস, তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু প্রমূখ।

পত্নীতলা প্রতিনিধি জানান, নওগাঁর পত্নী তলায় আসন্ন দুর্গোৎসব উদযাপনের জন্য সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিলনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, থানার অফিসার্স ইনচার্জ শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান, সেনা ক্যাম্প ইনচার্জ ফজলে বারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খালিদ সাইফুল্লাহ প্রমুখ। এবার পত্নীতলায় ৭৮টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা, বিদ্যুৎ স্বাস্থ্য সেবা প্রস্তুত রাখা হবে।