ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৫ - ২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম

কেশরহাটে বীজ প্রত্যয়ন এজেন্সির মোবাইল কোর্টে জরিমানা আদায়

  • আপডেট: Thursday, September 18, 2025 - 9:32 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বীজ প্রত্যয়ন এজেন্সি, রাজশাহী।

বৃহস্পতিবার এ অভিযানে মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রির অপরাধে মেসার্স রাজু বীজ ভান্ডারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার সাজ্জাদ হোসেন, বহিরাংগন অফিসার হুসনা ইয়াসমিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন এবং উপসহকারী কৃষি অফিসারবৃন্দ।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, কেশরহাট বাজারে বীজের গুণগত মান ও সঠিক বিপণন নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ীদের সতর্ক করা হয় যেন তারা কৃষকদের নিকট মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের বীজ বিক্রি না করেন।