ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৫ - ৩:২২ পূর্বাহ্ন

শিরোনাম

দুর্গাপুরে সড়কের নির্মাণ কাজ তদারকি করলেন এলজিইডির কর্মকর্তারা

  • আপডেট: Thursday, September 18, 2025 - 10:56 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুরে তিওড়কুড়ী থেকে পাচুবাড়ি হয়ে দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদ পর্যন্ত নবনির্মিত চার কিলোমিটার সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তারা।

গত মঙ্গলবার সকালে এলজিইডি অফিসের জেলা ও স্থানীয় উপজেলার সমন্বয়ে গঠিত একটি তদন্তকারী দল সড়কটির নির্মাণ কাজ প্রদর্শন করেন। সম্প্রতি এই সড়কে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করতেই নির্মাণ কাজ পরিদর্শন করা হয়েছে বলে জানিয়েছেন এলজিইডির কর্মকর্তারা।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় ৪ হাজার ২৮০ মিটার সড়কটির মেইনটেন্যান্স কাজ শুরু হয় ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি। কাজটির মেয়াদ সম্পূর্ণরূপে শেষ হওয়ার কথা আগামী ২৫ সেপ্টেম্বর। ইতিমধ্যেই সড়কটির কার্পেটিং এর কাজ শেষ করা হয়েছে। স্থানীয় জনসাধারণ সড়কটি ব্যবহার করাও শুরু করেছেন।

তবে সম্প্রতি কিছু গণমাধ্যমে সড়কটিতে ‘নিম্নমানের নির্মাণ সামগ্রী’ ব্যবহার করার অভিযোগ আনা হয়। সেখানে অভিযোগ করা হয়, গত ৩ সেপ্টেম্বর কার্পেটিং-এর কাজ শেষ হতেই বিভিন্ন জায়গায় রাস্তা ফেটে কার্পেটিং উঠে যাচ্ছে। প্রশ্ন ওঠে এজিংয়ের ব্যবহার করা ইটের মান নিয়েও।

অভিযোগের বিষয়টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রাজশাহী জেলা অফিসের দৃষ্টিগোচর হলে তারা তাৎক্ষণিকভাবে একটি তদন্তকারী দল গঠন করে নির্মাণ কাজ পরিদর্শন ও তদারকির নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করতে গত মঙ্গলবার সড়কটির নির্মাণ কাজ পরিদর্শন করেন এলজিইডির কর্মকর্তারা। এসময় তারা সড়কে ব্যবহার করা বিভিন্ন নির্মাণ সামগ্রীর নমুনা সংগ্রহ করেন এবং সংশ্লিষ্ট দপ্তরে পরীক্ষার জন্য পাঠান।

পরিদর্শনকালে তদন্তকারী দলের প্রতিনিধিদের মধ্যে একজন দুর্গাপুর উপজেলা প্রকৌশলী মাসুক ই মোহাম্মদ। তিনি বলেন, সড়কে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের বিষয়টি সরেজমিন তদন্ত করার জন্য এলজিইডির জেলা অফিস আমাদের নির্দেশনা প্রদান করেছে। এর পরিপ্রেক্ষিতেই আমরা সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করলাম। সড়কটিতে ঠিকাদার কর্তৃক ব্যবহৃত বিভিন্ন নির্মাণ সামগ্রীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট ল্যাবে পাঠানো হয়েছে। এর রিপোর্ট এলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে তিনি ছাড়াও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রাজশাহী জেলা শাখার ল্যাবরেটরি টেকনিশিয়ান ইফতে খারুল ইসলাম, সহকারী প্রকৌশলী রঞ্জন কুমার সাহা, ৪ নং দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের রহমানসহ স্থানীয় এলাকার সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।