বাল্যবিবাহমুক্ত শিবগঞ্জ উপজেলা ঘোষণা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: বাল্যবিবাহমুক্ত শিবগঞ্জ উপজেলা ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আওতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহার আলী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জোব্দুল হক ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফিল্ড অপারেশন উপপরিচালক রাজু উইলিয়াম রোজারিও।
এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। এর আগে বাল্যবিবাহমুক্ত শিবগঞ্জ উপজেলা ঘোষিত ফলক উন্মোচন করা হয়।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ‘‘আমার উপজেলা, আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহমুক্ত’’ এই প্রতিপাদ্যে- বাল্যবিবাহ মুক্ত শিবগঞ্জ উপজেলা গঠনের লক্ষে শপথ ও বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা পত্র পাঠ করা হয়। অনুষ্ঠানে বাল্যবিবাহ থেকে ফিরে আসা এক শিশু জীবনের অভিজ্ঞতা তুলে ধরে।
বক্তারা- বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন-সমাজ গঠনে ভূমিকা এবং শিশুর কল্যাণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা নিয়ে আলোচনা করেন।