এনামুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে স্মরণ সভা

স্টাফ রিপোর্টার: আজ বুধবার, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী-তে প্রয়াত শ্রদ্ধাভাজন এনামুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মহফিলের আয়োজন করা হয়।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন, চিফ কনসালটেন্ট অ্যান্ড ডাইরেক্টর প্রফেসর ডাঃ মোঃ রইছ উদ্দিন, নির্বাহী সদস্য অধ্যাপক ডাঃ মোঃ লতিফুর রহমান (অপু), ডাঃ মোঃ মনিরুল হক, এ কে মাসুদ, মোঃ এনামুল হক, সহকারী পরিচালক মোঃ তাজমিলুর ইসলাম এবং ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভায় স্মৃতিচারণ করে বক্তারা বলেন, প্রয়াত এনামুল হক-এর নিঃস্বার্থ ত্যাগ-ভালোবাসা ও কর্মের ফসল “ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী”।
ফাউন্ডেশনটির সৃষ্টিলগ্ন থেকে অদ্যাবধি বহু সমাজ হিতৈষীর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং যাঁরা পরলোকগত হয়েছেন তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি।
সংশ্লিষ্ট সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলতে হয়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র দৃশ্যমান অগ্রগতির মূল কারিগর প্রয়াত এনামুল হক। একজন সাবেক সচিব হিসেবে তাঁর বিনয়ী ও নম্রতা ছিল অসাধারণ।
ঢাকাস্থ বৃহত্তর রাজশাহী’র সাধারণ সম্পাদক হিসেবে তাঁর কর্মযজ্ঞ ছিল কল্যানমুখী ও সমাজবান্ধব। হার্ট ফাউন্ডেশনের প্রতি ছিল তার তীব্র ভালোবাসা। ছিল গভীর মমতা।