ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৫ - ৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম

বাঘায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, এবার পূজা মণ্ডপের সংখ্যা ৪৬টি

  • আপডেট: Wednesday, September 17, 2025 - 8:19 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রতিমা নির্মাণ হতে বিসর্জন পর্যন্ত সার্বিক নিরাপত্তার নিশ্চিত করতে পুলিশ, আনসার সদস্যগণ স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিমের দায়িত্ব সমন্বয়ে মণ্ডপ ভিত্তিক স্বেচ্ছাসেবীরা কাজ করবে।

পূজামণ্ডপ ও মণ্ডপের আশেপাশে সকল প্রকার নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার পরিহার, অনুমতি ব্যতিত পার্শ্ববর্তী স্থানে মেলা/যাত্রা অনুষ্ঠান করা যাবে না। সীমান্ত এলাকায় স্থাপিত পূজা মণ্ডপ সমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজিবিকে সতর্কতামূলক কার্যক্রম/পদক্ষেপ গ্রহণসহ পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদককে প্রত্যেক পূজামণ্ডপে অগ্নিনির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার জন্য পূজামণ্ডপের আশেপাশে পর্যাপ্ত পরিমাণ পানি, বালি ও ভেজা বস্তা রাখার অনুরোধ জানানো হয়।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান,বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ,বাঘা পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক সাবদার হোসেন, আলাইপুর সীমান্তের বিজিবি কোম্পানি কমান্ডার কামাল হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মাহফুজা খাতুন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুমার (বাকু), সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বাঘা শাখার সভাপতি তাপস কুমার, সাংগঠনিক সম্পাদক নয়ন কুমার প্রমুখ। উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, এবার ৪৬টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।

গত বছর মণ্ডপের সংখ্যা ছিল ৪৮টি। তার আগের বছরে মণ্ডপের সংখ্যা ছিল ৪৭টি। এবার পূজা কম হওয়ার বিষয়ে সুজিত কুমার পান্ডে বলেন, প্রতিমা তৈরির কারিগররা সরবরাহ করতে না পারার কারণে এবার ২টা মণ্ডপে পূজা হচ্ছে না।

তবে প্রতিমা বিহীন ৪টি মণ্ডপে ঘট পূজা করা হবে বলে জানিয়েছেন তাপস কুমার। অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান জানান, আশঙ্কা এড়াতে পূজায় নিরাপত্তা নিশ্চিতসহ সব ধরনের প্রস্তুতি রয়েছে।