ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৫ - ১:২১ পূর্বাহ্ন

শিরোনাম

নাচোলে খালাতো ২ বোনকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

  • আপডেট: Wednesday, September 17, 2025 - 10:55 pm

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ১১ এবং ১০ বছর বয়সী তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আপন দুই খালাতো বোনকে ধর্ষণের অভিযোগে নুরুল হক ওরফে ভদু (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নাচোলের ভেরেন্ডী গ্রামের দোস মোহম্মদের ছেলে।

গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ ঘটনাটি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত রোববার রাত ১০টার দিকে খালাতো ২ বোন ঘুমিয়ে থাকা অবস্থায় ধর্ষণের শিকার হয়। ছোট মেয়েটির মা ঢাকায় থাকেন। তিনি গার্মেন্টস কর্মী। বড় মেয়েটির মা মারা গেছেন। চাকরির কারণে ছোট মেয়েটির মা বোনের মেয়েকে নিজবাড়িতে নিজমেয়ের সঙ্গে রেখে ঢাকায় যাওয়ার পর ঘটনাটি ঘটে।

পুলিশ আরো জানায়, ঘটনার দিন জানালা ভেঙে ঘরে প্রবেশ করে দুই বোনকে ধর্ষণ করেন ভদু। পরদিন গত সোমবার সকালে ঘটনাটি জানাজানি হয়। রাতে ছোট মেয়েটির মা ঢাকা থেকে নাচোল আসেন।

মঙ্গলবার দুপুরে তিনি থানায় হাজির হয়ে নিজ মেয়ে ও বোনের মেয়েকে ধর্ষণের অভিযোগ করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর বিকেলে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা রেকর্ড করে।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, মামলার তদন্ত শুরু হয়েছে। মেয়ে দুটির মেডিক্যাল টেস্ট ও ২২ ধারায় আদালতে জবানবন্দী রেকর্ডের বিষয়টি প্রক্রিয়াধীন।