ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৫ - ২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

আত্রাইয়ে যুবলীগ নেতাসহ দুইজন গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, September 17, 2025 - 9:45 pm

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে যুবলীগ নেতা ইবনে সিনা ওরফে ছনি সরকারসহ (৩২) দুই জনকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার ছনি উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং বান্দাইখাড়া গ্রামের এমদাদুল হকের ছেলে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আত্রাই থানায় দায়েরকৃত একটি মামলার আসামি যুবলীগ নেতা ছনিকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া আদালতের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী একই রাতে উপজেলার মির্জাপুর গ্রামের মোসারব হোসেনের ছেলে বকুল হোসেনকে (৪২) গ্রেফতার করা হয়েছে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, গ্রেপ্তারকৃতদের গতকাল বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।