ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৫ - ৪:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

ভয় দেখিয়ে হিন্দুপাড়ায় চাঁদাবাজি তাঁতী দলের সেই নবাব গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, September 17, 2025 - 11:10 pm

আবু বাককার সুজন, বাগমারা থেকে: বাগমারায় চাঁদা না পেয়ে উপজেলার হিন্দুপাড়ার কৃষক নারায়ণ ভবানীর ওপর হামলাকারী তাঁতী দলের সেই নেতা নবাব হোসেন ওরফে বাচ্চুকে আলটিমেটামের ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।

গত মঙ্গলবার সারারাত অভিযান চালানোর পর অবশেষে বুধবার সকালে থানা ও হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে নওগাঁর মান্দা উপজেলার কালীনগর গ্রামের তার এক আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, কৃষক নারায়ণ ভবানীর ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আটক নবাবকে গ্রেপ্তার দেখিয়ে গতকালই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাগমারার চাঁইসারা গ্রামের মুনছুর রহমানের বখাটে ছেলে নবাব হোসেন ওরফে বাচ্চু নিজেকে গোবিন্দপাড়া ইউনিয়ন তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে থেকে চাঁদাবাজি করে নেশার খরচ জোগাড় করত। নেশার টাকা শেষ হলেই সে চাঁইসার গ্রামের হিন্দুপাড়ায় গিয়ে সাধারণ লোকজনের কাছে চাঁদা দাবি করতো।

গত মঙ্গলবার সকালে একই গ্রামের বাসিন্দা কৃষক নারায়ণ ভবানীর কাছে সে নেশার জন্য পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু নারায়ণ ভবানী চাঁদা দিতে রাজি না হওয়ায় তাকে মারধর করে জখম করে বখাটে নেশাখোর নবাব। স্থানীয় লোকজন আহত অবস্থায় নারায়ণ ভবানীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে চাঁইসারা গ্রামের শতাধিক নারী-পুরুষ তাদের নিরাপত্তা এবং বখাটে নবাবকে গ্রেপ্তারের দাবিতে থানায় গিয়ে অবস্থান নেন এবং ঘেরাও করেন। গ্রামবাসী নবাবকে গ্রেপ্তার করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।

খবর পেয়ে বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডি.এম জিয়াউর রহমান জিয়াও থানায় গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে কৃষক নারায়ন ভবানীর উপর হামলাকারী নবাবকে গ্রেপ্তারের আলটিমেটাম দেন। এসময় থানার ওসি তৌহিদুল ইসলাম সবাইকে আশ্বস্ত করলে সেখানে অবস্থান নেয়া হিন্দুপাড়ার নারী-পুরুষরা বাড়ি ফিরে যান। এরপর থানা ও হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে আলটিমেটামের ২৪ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করে।

এদিকে নারায়ন ভবানীর ওপর হামলাকারী নবাব গোবিন্দপাড়া ইউনিয়ন তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক নয় বলে দলের উপজেলা কমিটি অস্বীকার করলেও কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম ও সদস্য সচিব হাজি মজিবুর রহমানের স্বাক্ষরিত একটি চিঠিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

অপরদিকে বাগমারার উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফ্রন্ডের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক সুব্রত কুমার বিদ্যুৎ, চাঁইসারা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী সুকেশ কুমার, মাস্টার দীনেশ চন্দ্র, মাস্টার মিঠু সরকার, রতন কুমার, রমনী সরকার ও ভবেশ চন্দ্র আলটিমেটামের ২৪ ঘণ্টার মধ্যেই কৃষক নারায়ণ ভবানীর ওপর হামলাকারী নবাবকে গ্রেপ্তার করায় সন্তোষ প্রকাশ করেছেন।

তারা বলেছেন, নবাব একজন মাতাল মানসিক ভারসাম্যহীন বখাটে যুবক। সে নিজেকে বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় দিয়ে নেশার টাকার জন্য এলাকার সাধারণ লোকজনের কাছে চাঁদাবাজি করতো। কেউ তাকে চাঁদা না দিলে সে তার উপর অত্যাচার শুরু করতো। তার অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল।

এদিকে আলটিমেটামের ২৪ ঘণ্টার মধ্যেই কৃষক নারায়ণ ভবানীর ওপর হামলাকারী নবাবকে গ্রেপ্তার করায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডি.এম জিয়াউর রহমান জিয়া।