ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৫ - ৫:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

ন্যাশনাল ব্যাংক রাজশাহী শাখার উদ্যোগে ‘ম্যানেজার্স মিট’ অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, September 17, 2025 - 9:45 pm

প্রেস বিজ্ঞপ্তি: ন্যাশনাল ব্যাংক পিএলসি রাজশাহী অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে বুধবার ‘ম্যানেজার্স মিট’ আয়োজন করে।

শাখার সার্বিক কর্মসম্পাদনা পর্যালোচনা এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও উৎকর্ষ সাধনের কৌশল নির্ধারণই ছিল সভার মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) মেশকাত-উল-আনোয়ার খানসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আঞ্চলিক ব্যবস্থাপকবৃন্দ।

সভায় আমানত সংগ্রহ জোরদার করা, ঋণ পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করা, রপ্তানি ব্যবসার সম্প্রসারণ এবং বিক্রয় ও বিপণন উদ্যোগ বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।